টেকনাফে অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার

0

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফে মো. ইয়াছিন (২১) নামে অপহৃত রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

রবিবার রাতে শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের এইচ ব্লক সংলগ্ন পাহাড়ের পাদদেশ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার রোহিঙ্গা যুবক ওই ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা বশির আহম্মদের ছেলে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ হেমায়েতুল ইসলাম এই খবর জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল বিকেলে ক্যাম্পের এইচ ব্লক সংলগ্ন পাহাড়ের পাদদেশে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াছিনকে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। পুলিশ অপহৃত ইয়াছিনকে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, উদ্ধারকৃত ভিকটিমের বিষয়ে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে রোহিঙ্গা ডাকাত পুতিয়া গ্রুপের সদস্যরা ইয়াবা চোরাচালান সংক্রান্ত বিরোধের জের ধরে ইয়াছিনকে অপহরণ করে নিয়ে যায়।

Share.

Leave A Reply