চট্টগ্রামে দগ্ধ ৯ জনের মধ্যে মায়ের পর ছেলেরও মৃত্যু

0

চট্টগ্রাম : চট্টগ্রামের কাট্টলীতে একটি বাসায় আগুন লেগে দগ্ধ মায়ের মৃত্যুর দুদিন পর এবার মারা গেলেন ছেলেও।

বুধবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের (৪২) মৃত্যু হয়। দগ্ধ পরিবারটির সদস্য নাছির উদ্দিন তথ্যটি জানিয়েছেন।

এর আগে ঘটনার দিন ৯ নভেম্বর মিজানুরের মা পেয়ারা বেগমের (৬০) মৃত্যু হয়।

এদিকে নিহত মিজানের স্ত্রী দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের উত্তর কৌশল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিবি সুলতানা প্রকাশ মুন্নি, তার এক মেয়ে, এক ছেলে শেখ হাসিনা বার্ন ইউনিটে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

গত রোববার রাত ১২টার দিকে চট্টগ্রামস্থ কাট্টলীতে ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। অপর দগ্ধরা হলেন- সাইফুর রহমান (১৯), বিবি সুলতানা (৩৬), শিশু মানহা (২), মাহের, রিয়াজ (২২), জাহান (২১) ও সুমাইয়া (১৮)।

সাইফুরের ২২ শতাংশ, সুলতানার ২০, মানহার ২০, মাহিরের ৫, পেয়ারার ৬০, রিয়াজের ১৮, জাহানের ১২ এবং সুমাইয়ার ১৫ শতাংশ পুড়ে গেছে।

এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

Share.

Leave A Reply