করোনায় বিশ্বে একদিনে পৌনে ১০ হাজার প্রাণহানি

0

চিটাগং ভয়েস ডেস্ক  :

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনায় এখনো বিপর্যস্ত সারাবিশ্ব। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৫ কোটি ২২ লাখেরও বেশি মানুষ প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২ লাখ ৮৮ হাজারেরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও বিধিনিষেধ আরোপ করেছে হাঙ্গেরি পর্তুগালসহ বিভিন্ন দেশ।

করোনা নিয়ে নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত একদিনে সারা বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১৬ হাজার ৭২১ জন। একদিনে মৃত্যু হয়েছে ৯ হাজার ৭১৫ জনের। একই সময়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৯হাজার ২৭২ জন।ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ২৪ লাখ ২২ হাজার ৬০ জন। মৃত্যু হয়েছে ১২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জনের। সুস্থ হয়েছেন তিন কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ৫৩৭ জন।

Share.

Leave A Reply