রাজস্থলীতে লীন প্রকল্পের নিউট্রিশন সেনসোটিভ প্রোগ্ৰামিং প্রশিক্ষণ।

0

হারাধন কর্মকার রাজস্থলী : 
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বেসরকারি সংস্থা লীন প্রজেক্ট জুম ফাউন্ডেশেন উপজেলায় চলমান প্রকল্পের নিউট্রিশন সেনসোটিভ প্রোগ্ৰামিং দুই দিন ব্যাপী প্রশিক্ষণ ১৭ ই নভেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় রাজস্থালী স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উদ্ধোধন হয়।

প্রশিক্ষণ শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক,এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লাঅং মারমা, প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন জেলা কৃষি বিভাগের উপ পরিচালক প্রবন কুমার চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিদুর রহমান , মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিভীষন চাকমা,তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম পাটোয়ারী, জুম ফাউন্ডেশন উপ পরিচালক সুজল কান্তি চাকমা,,ইউপি চেয়ারম্যান উথান মারমা,স্বরসতী ত্রিপুরা,
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা , স্থানীয় সাংবাদিক,লীন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী,এম,এস পি সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে প্রকল্পের কার্যক্রম সন্তোষ প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা।
প্রশিক্ষণে আয়োজন ছিলেন উপজেলা পুষ্টি সমম্বয় কমিটি ও প্রশিক্ষণে সহায়তা করেন জেলা পুষ্টি সমন্বয় কমিটি।

Share.

Leave A Reply