একসময় বৃহত্তর চট্টগ্রামের প্রায় প্রতিটি গ্রামের ধানক্ষেতে দেখা যেত ‘কালা বিনি’ নামের এক প্রকার কালো জাতের ধানের। আর যে গ্রামে এই বিশেষ কালো ধানটির চাষ হত; সেই গ্রামটি ধানের শীষের সুগন্ধে মৌ মৌ করত। কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামে এটি ‘কালা বিনি’ নামে পরিচিত হলেও কেউ কেউ ‘পোড়া বিনি’ নামেও চেনে। কিন্তু গ্রামীণ কৃষি ব্যবস্থার পরিবর্তনের কারণে ঐতিহ্যবাহী এই ধানটি কক্সবাজার জেলা থেকে প্রায় হারিয়ে গেছে। সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায় এর ক্যান্সারবিরোধী ও ডায়াবেটিস বিরোধীসহ মূল্যবান ওষুধীগুণের তথ্য জানার পর বিশ্বব্যাপী ‘কালা বিনি’র চাষাবাদ ও চাহিদা বাড়ছে।
কক্সবাজার থেকে হারিয়ে গেল ক্যান্সার ও ডায়াবেটিসসহ দুরারোগ্য রোগের মহৌষধ ঐতিহ্যবাহী ‘কালা বিনি’
0
Share.