মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর, স্বাধীনতা বিরোধীদের নীলনক্শা
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনা স্বাধীনতাবিরোধীদের নীলনক্শা। এটি দেশের স্বাধীনতার বিরুদ্ধে একটি বড় আঘাত। কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গব শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আজ বুধবার বিকাল ৩টায় আন্দরকিল্লা চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ একথা বলেন।
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধ’ুর ভাস্কর্য ভাংচুর, স্বাধীনতা বিরোধীদের নীলনক্শা
0সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, একাত্তরে যারা গণহত্যা ও নারী ধর্ষণসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল তারা এ স্বাধীন বাংলাদেশকে আবার আঘাত হানতে চায়। তবে মুক্তিযুদ্ধের বিজয়ের মাস এ ডিসেম্বরে ঐ পরাজিত শক্তিকে পরাহত করার হিম্মত আমাদের আছে। এখন সবচেয়ে বেশি প্রয়োজন মানুষকে সচেতন করা। এ সচেতনতাই হচ্ছে স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করার কবচ। দেখতে পাচ্ছি দলের ভিতরে ও বাইরে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।
Share.