ঢাকা : বীর মুক্তিযোদ্ধা এবং জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব:) শওকত আলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে ৮৪ বছর বয়সে শওকত আলীর শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মন্ত্রী হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
0
Share.