ইউক্রেনে প্রায় ৫০০ রুশ সেনা নিহত : মস্কো

0

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযানে এখন পর্যন্ত কতজন রুশ সেনা হতাহত হয়েছেন, প্রথমবারের মতো তার হিসাব দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, ইউক্রেন অভিযানে ৪৯৮ রুশ সেনা নিহত হন, আহত হয়েছেন ১ হাজার ৫৯৭ জন।

ইউক্রেন অভিযানে রুশ সেনাদের হতাহত হওয়ার তথ্য নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই ভাষ্য সে দেশের গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

এত দিন ইউক্রেন অভিযানে রুশ সেনাদের হতাহত হওয়ার কথা মস্কো স্বীকার করে নিলেও তারা সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি। এবারই প্রথম রুশ সেনাদের হতাহত হওয়ার সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করল মস্কো।

একই সঙ্গে রাশিয়া দাবি করেছে, চলমান সামরিক অভিযানে ইউক্রেনের ২ হাজার ৮৭০ সেনা নিহত হন, আহত হয়েছেন ৩ হাজার ৭০০ সেনা। কিয়েভ অবশ্য তাদের সেনাদের হতাহত হওয়ার বিষয়ে কোনো হিসাব দেয়নি।

ইউক্রেনে রুশ সেনাদের হতাহত হওয়ার যে পরিসংখ্যান মস্কো দিয়েছে, তার কিয়েভের হিসাবের চেয়ে কম। কিয়েভের দাবি, তারা ৫ হাজার ৮৪০ রুশ সেনাকে হত্যা করেছে।

রাশিয়া-ইউক্রেন সংঘাতে সেনাদের হতাহত হওয়া নিয়ে মস্কো ও কিয়েভ যে দাবি করেছে, তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

Share.

Leave A Reply