ফের আলোচনায় ‘আইএস বধূ’ শামীমা, বোরকা ছেড়ে পশ্চিমা পোশাক

0

মাত্র ১৫ বছর বয়সে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়ে সিরিয়া গিয়েছিলেন শামীমা বেগম। এখন তার বয়স ২১। সিরিয়ায় গিয়ে এখন নিজ দেশ ব্রিটেনে ফেরার অধিকার হারিয়েছেন শামীমা। সম্প্রতি তার কিছু ছবি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। সিরিয়ায় যাওয়ার পর বোরকা পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল শামীমাকে। নতুন প্রকাশিত ছবিতে শামীমাকে ফের পশ্চিমা পোশাক ও সানগ্লাসে দেখা গেছে।

ব্রিটেনের সংবাদমাধ্যম মিরর জানিয়েছে, শামীমা ছবি তোলার অনুমতি দিলেও কথা বলতে রাজি হননি।

এদিকে, শামীমাকে দেশে ফেরার অনুমতি না দেয়ায় ব্রিটেনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছেন অনেকে। গত মাসে দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে, শামীমা ব্রিটেনে ফিরতে পারবেন না। মানবাধিকার কর্মীরা এ সিদ্ধান্তকে অসম্মানজনক বলে আখ্যা দিয়েছে। শামীমা শ্বেতাঙ্গ হলে এমন সিদ্ধান্ত নেওয়া হতো না বলেও মন্তব্য করেছেন তারা।

Share.

Leave A Reply