সেবাকর্মী সেজে ২৬ নারীকে হত্যা

0

আন্তর্জাতিক ডেস্ক : আসল নাম র‌্যাডিক তিগারভ হলেও পুলিশের খাতায় তিনি ‘ভোলগা ম্যানিয়াক’ নামেই পরিচিত। দীর্ঘদিন ধরে সিরিয়াল কিলার হিসেবে পুলিশের খাতায় তালিকাভুক্ত তিনি।

সম্প্রতি গ্রেপ্তার হওয়ার পর এই পর্যন্ত অন্তত ২৬টি খুন করেছেন বলে স্বীকার করেছেন র‌্যাডিক তিগারভ। তবে তার হত্যাকাণ্ডের সংখ্যা ৩২ পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।জানা গেছে, ৩৮ বছর বয়স্ক এই রাশিয়ান দেশটির কাজানের বাসিন্দা। নিউইয়র্ক পোস্ট মঙ্গলবার জানায়, দুর্ধর্ষ এই সিরিয়াল কিলার বছরের পর বছর ধরাছোঁয়ার বাইরে থাকলে ইতোমধ্যে তাকে গ্রেফতার করেছে রাশিয়ার গোয়েন্দারা।

সংবাদমাধ্যমটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ থেকে ২০১২ সালে ভোলগা ম্যানিয়াকের আতঙ্কে কেঁপেছিল গোটা রাশিয়া। তিগারভের হাতে খুন হওয়া নারীদের অধিকাংশের বয়স ৭০ এর বেশি।

রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, জুতার ছাপ, ডিএনএ ও ঘটনাস্থলে পাওয়া অন্যান্য সূত্রের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

যেসব অ্যাপার্টমেন্টে বয়স্ক নারীরা একাকী থাকতেন তিগারভ সেখানে বিদ্যুৎকর্মী, পানির লাইন মেরামতকারী কিংবা অন্যকোনও সেবাকর্মী সেজে প্রবেশ করতো। পরে
ওই নারীদের ঠেসে ধরতো এবং শ্বাসরোধে হত্যা করতো।

হত্যাকাণ্ডের পর তিগারভ কখনও কখনও বিভিন্ন জিনিস চুরি করতো। হাতে সবসময় গ্লাভস পরা এই তরুণ ঘটনাস্থল ছেড়ে যাওয়ার আগে প্রমাণ মুছতে জীবাণুনাশক ব্যবহার করতো।

২০১৯ সালে তিগারভকে আটক করতে ৩০ হাজার পাউন্ড পুরষ্কার ঘোষণা করে রাশিয়ার পুলিশ।

Share.

Leave A Reply