আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতা হস্তান্তর করে জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার পর ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক লেনদেনের তদন্তে নামছেন নিউইয়র্কের প্রসিকিউটররা। খবর বার্তা সংস্থা এপির। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, ক্ষমতা হারানোর পর, ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সাইরাস ভ্যানস জুনিয়রের নেতৃত্বে ট্রাম্পের বিরুদ্ধে মামলার তদন্ত তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘ট্রাম্প অর্গানাইজেশন’ নিয়ে নিউইয়র্কের ম্যানহাটন ডিসট্রিক্ট অ্যাটর্নি অফিসের তদন্তটি বর্তমানে বেশ আলোচিত এবং সমালোচিত।
হোয়াইট হাউস ছাড়লেই বিভিন্ন মামলার মুখোমুখি হবেন ট্রাম্প !
0
Share.