রাঙ্গুনিয়া উপজেলা বৌদ্ধ সমিতির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক ক্রীড়া সংগঠক প্রয়াত অশেষ তালুকদার কেবলা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা উপজেলা কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বিহার মাঠে শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সৈয়দবাড়ি শাখার আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নোয়াপাড়া হায়দার ব্রাদার্স। তাঁরা পাহাড়তলী মহামুনি ব্যাডমিন্টন ক্লাবকে ২-১ সেটের ব্যবধানে হারিয়েছে।
খেলার উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ। বীর মুক্তিযোদ্ধা প্রসেনজিৎ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য শৈবাল চক্রবর্তী, পৌরসভা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দিদারুল আলম, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাকিরুল আজম চৌধুরী মুরাদ, পৌরসভা যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এহসান হাবীব, স্বেচ্ছাসেবকলীগ নেতা দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, সাধারণ সম্পাদক মো. আলী শাহ, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল তালুকদার, পৌরসভার সভাপতি ফাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক সোহেল রানা, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সৈয়দবাড়ী শাখার সভাপতি পাপেল তালুকদার, সাধারণ সম্পাদক একান্ত বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক সুষ্ময় তালুকদার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সুজিত তালুকদার, সচিব পিয়াল বড়ুয়া প্রমুখ। টুর্নামেন্টে মোট ২৪টি অংশগ্রহণ করে।
অশেষ তালুকদার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হায়দার ব্রাদার্স
0
Share.