নেইমারের হ্যাটট্রিকে পিএসজির বড় জয়

0

ক্রীড়া প্রতিবেদক।

নেইমারের হ্যাটট্রিকে ইস্তাম্বুল বাসাকসেহির বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুধবার প্যারিসে নেইমারের তিন গোল ছাড়া বাকি গোল দুটি তুলেছেন কিলিয়ান এমবাপে।চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি মঙ্গলবার রাতেই হওয়ার কথা ছিল। যদিও রেফারির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে স্থগিত করা হয় এই ম্যাচ। পর দিন একই ভেন্যুতে মাঠে নামে দুই দল।এদিন প্রথমার্ধে ৩-০ তে এগিয়ে যায় পিএসজি। ২১ ও ৩৮ মিনিটে জোড়া গোল তুলে নেন নেইমার। ৪১ মিনিটে দলের তৃতীয় গোলটি আসে এমবাপের নেয়া পেনাল্টি থেকে।দ্বিতীয়ার্ধে নেমেই আবারও দাপট দেখানো শুরু করে ফ্রেঞ্চ জায়ান্টরা। ৫০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। ৬২ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি তুলেন ফ্রান্সের জয়ে বিশ্বকাপ জয়ী তারকা এমবাপে।‘এইচ’ গ্রুপ থেকে পিএসজি ছাড়াও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে দেখা যাবে আরবি লেইপজিগকে।

Share.

Leave A Reply