রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মরহুম আলহাজ¦ মনির আহমদ বিএসসি স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা পশ্চিম সরফভাটা স্থানীয় মাঠে বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় জিলানী ক্রিকেট একাদশ পশ্চিম পাড়া ক্রিকেট একাদশকে হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমে ব্যাটিংয়ে নেমে পশ্চিম পাড়া ক্রিকেট একাদশ ৭৯ রান সংগ্রহ করে। ৮০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষ জিলানী ক্রিকেট একাদশ সহজেই জয় নিশ্চিত করে। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনির আহমদ বিএসসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ হারুন। প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সামশুল ইসলাম। উদ্বোধক ছিরেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব। মুক্তার হোসেন মাহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মীর আফাজ চৌধুরী জামে মসজিদ পরিচালনা পরিষদ সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার, ব্যবসায়ী ইলিয়াছ তালুকদার, নাহার গ্রুপের পরিচালক দিদারুল আলম, ইমাম আজম আবু হানিফা স্কুলের পরিচালক নুরুল আবছার, মাহবুবুল আলম মেম্বার, সরফভাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈন উদ্দিন মহির, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক সাকেরুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা, ক্রীড়ানুরাগী সাইফুল ইসলাম হেলাল, আকবর আলী টিপু, মো. রায়হান, মো. মাহির, মো. রাকিব, মো. ফরহাদ প্রমুখ। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে প্রাইজমানি তুলে দেওয়া হয়।
রাঙ্গুনিয়ার সরফভাটায় মনির আহমদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা
0
Share.