রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম খলিলুর রহমান চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা কাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে গভর্ণর জাকির হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে প্রতিদ্বন্ধিতা করবেন ইছাখালী ফুটবল একাদশ এবং রাজাভুবন ফুটবল একাদশ। এদিন খেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিবর্তন নায়ক ক্যাটাগরিতে কৃষি এওয়ার্ড প্রাপ্ত মৎস্য ও কৃষি খামারী এরশাদ মাহমুদ। দ্বিতীয় সেমিফাইনালে বুধবার (১৫ অক্টোবর) প্রতিদ্বন্ধিতা করবে পাহাড়তলী ফুটবল একাডেমি বনাম শিলক ফুটবল একাদশ। ওইদিন প্রধান অতিথি হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। খেলায় সকল ক্রীড়ামোদী জনতাকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য ক্রীড়া সংগঠক আলী আকবর।
রাঙ্গুনিয়ায় খলিলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা কাল
0
Share.