রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ফরাশ পাড়া বঙ্গবন্ধু ফুটবল প্রিমিয়ারলীগ টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় কর্ণফুলী মাঠে শনিবার (১ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় রিয়েল একাত্তর ফুটবল দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস ফুটবল একাদশ। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু। প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এরশাদ মাহমুদ। সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, কাপ্তাই ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল লতিফ। স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. শওকত আলী মেম্বার। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, সহ সভাপতি পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন আহমেদ, মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক জাহাঙ্গীর আলম মেম্বার, ইউপি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী নেতা শামসুল আলম, হাফেজ সওদাগর প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শিক্ষক এম মোরশেদ আলম। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি তুলে দেওয়া হয়।

Share.

Leave A Reply