রাঙ্গুনিয়ায় বিজয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া কর্ণফুলী ক্রীড়া পরিষদ ও প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের যৌথ আয়োজনে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকালে পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা ও পৃষ্টপোষক আব্দুল করিম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, কর্ণফুলী ক্রীড়া পরিষদের আহবায়ক আহমদ আলী নঈমী, কাজী মুহাম্মদ ইউসুফ, রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রলীগ সভাপতি ইউসুফ রাজু, আয়োজক কমিটির গোলাপুর রহমান, শেখ রাহাত হোসেন, মো. মুফিজ, মো. ফরহাদ, মো. ছমদ, মো. দিদার. আছিফুর রহমান, মো. হিরু, আক্তারুজ্জামান আজাদ প্রমুখ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধীতা করে সরফভাটা বেস্ট এলিভেন ও পোমরা ভাইকিংস ক্রিকেট দল। শুরুতে ব্যাটিংয়ে সরফভাটা বেস্ট এলিভেন ক্রিকেট একাদশ নির্দিষ্ট ১০ ওভার শেষে ৮৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হাতে রেখেই বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে পোমরা ভাইকিংস ক্রিকেট দল। টুর্নামেন্টে ১২টি দল অংশ নিয়েছে।

Share.

Leave A Reply