স্টাফ করেসপন্ডেন্ট |
চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সোমবার (৯ নভেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।
তিনি বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এখানে কারও গাফেলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (৮ নভেম্বর) রাতে নগরের আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলি মরিয়ম ভবনে গ্যাস লাইনে বিস্ফোরণে একই পরিবারের ৭ জন সহ ৯ জন দগ্ধ হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সোমবার দুপুরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।