অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই’র নগদ অর্থ সহায়তা

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই। বৃহষ্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক খোন্দকার পাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে নগদ অর্থ তুলে দেয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম, পৌরসভার কাউন্সিলর আবুল কাশেম, ওমর ফারুক তালুকদার, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই এর সহসভাপতি আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, সহ সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল আলম, উপজেলা যুবলীগের সহ সম্পাদক মোহাম্মদ আলম, যুবলীগ নেতা মো. ওসমান গনি, মো. দিদার, এ রহমান গ্রুপের কর্মকর্তা মো. মহসিন, ছাত্রলীগ নেতা মো. একান্ত প্রমুখ।
প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই এর সভাপতি এম কোরবান আলী বলেন, সংগঠনের কার্যক্রমের অংশ হিসেকে ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে অর্থ সহায়তা দেয়া হয়েছে। প্রবাসীদের কল্যানে কাজ করার পাশাপাশি সমিতি রাঙ্গুনিয়ায় বিভিন্ন মানবিক সেবামূলক কাজ করে যাবে।”
উল্লেখ্য, ২৭ এপ্রিল পৌরসভার উত্তর ঘাটচেকে অগ্নিকান্ডে তিন বসতঘর ও আংশিক দুই বসতঘর পুড়ে যায়।

Share.

Leave A Reply