স্টাফ করেসপন্ডেন্ট |
চট্টগ্রাম: নগরের ইপিজেড থানা এলাকায় একটি ওয়ার্কশপে ওয়াল্ডিং করার সময় আগুন লেগে একটি মাইক্রোবাস, প্রাইভেট কার ও একটি ট্রাক পুড়ে গেছে।
খবর পেয়ে ইপিজেড ও কর্ণফুলী ফায়ার স্টেশন থেকে চারটি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, একটি গাড়িতে ওয়াল্ডিং করার সময় ওই ওয়ার্কশপে আগুন ধরে যায়। এতে তিনটি গাড়ি পুড়ে গেছে।