চট্টগ্রামের আগ্রাবাদে দু’পক্ষের সংঘর্ষে মো. হাশিম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন মহসিন (৩৫) ও ফাহিম (২৬)।
বুধবার (১৭ মার্চ) দুপুর ১২টায় জাম্বুরি পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাশিমের বাড়ি হালিশহর থানাধীন রঙ্গিপাড়ায়।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং জোনের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল ওয়ারীশ পূর্বকোণকে বলেন, ‘আগ্রাবাদ জাম্বুরি পার্কের সামনে রাস্তা বন্ধ করে বাইক নিয়ে স্ট্যান্টবাজি করছিল কিছু যুবক। এসময় স্থানীয় যুবকরা তাদের বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত হন। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছে।’