রাঙ্গুনিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের সামাজিক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠন বাবুনি স্পোর্টস এক্সপ্রেসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) রাতে নগরীর একটি বেসরকারী কমিউনিটি হলে এই উপলক্ষে এদিন পারিবারিক মিলন মেলা উৎসবের আয়োজন করা হয়। যেখানে আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক আয়োজন, র্যাপল ড্রসহ নানা কর্মসূচি পালনের মাধ্যমে মিলনমেলা উৎসবে মেতে উঠেছে অনুষ্ঠানে আগত সকল সদস্য ও অতিথিবৃন্দ। এসময় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাবুনি স্পোর্টস এক্সপ্রেস এর চেয়ারম্যান অপু চৌধুরী। আলোচনায় অংশ নেন সংগঠনটির উপদেষ্টা ওসমান গণি, এস এম আবুল কাশেম, মোহাম্মদ হারুন, শাহাজান সিরাজ চৌধুরী, মোজাহিদ হোসেন মিঠু, আবুল হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল আলম, ফয়জুল হাসান রনি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র সাংবাদিক জিগারুল ইসলাম জিগার, সাংবাদিক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা প্রমুখ। ২০১১ সালে প্রতিষ্টিত নগরীর চান্দগাঁও চন্দ্রিমা আবাসিক এলাকার বাবুনি স্পোর্টস এক্সপ্রেসে নিয়মিত ক্রীড়া আয়োজনসহ নানা সমাজ সেবামূলক কর্মকান্ড চালানো হয়। প্রতিবছরের ন্যায় আয়োজিত এই উৎসব থেকে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করা হয়।
আড্ডা-গানে ১০ বছর পূর্তি উৎসব বাবুনি স্পোর্টস এক্সপ্রেসের
0
Share.