আতুরার ডিপু তুলার গুদামে অগ্নিকাণ্ড

0

চট্টগ্রাম নগরীর আতুরার ডিপু এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় কফিল উদ্দিন এবং মো. ইউনুছের মালিকানাধীন ওই তুলার গুদামে আগুন লাগে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বায়েজিদ ও চন্দনপুরা স্টেশনের ৫টি গাড়ি ঘটনাস্থলে যায়।

তিনি বলেন, প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট এই অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

Share.

Leave A Reply