আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. বিদ্যুৎ 

0
নিউজ ডেস্ক |আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া।শনিবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. রুহুল হক ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সহ-সম্পাদক ডা. সুলতানা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন
ডা. বিদ্যুৎ বড়ুয়া বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেডিক্যাল কলেজ শাখার সাবেক আহ্বায়ক, ঢামেকসু ভিপি, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

করোনা মহামারীতে বাংলাদেশে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের প্রথম চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল এর  প্রধান উদ্যোক্তা ও নির্বাহী হিসেবে রোগীদের সেবা দিয়েছেন। এছাড়াও তিনি অক্সফাম বাংলাদেশের কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন।

ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে আমাকে নির্বাচিত করায় আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো।

Share.

Leave A Reply