ঈদগাঁওতে ডাকাতি ও অস্ত্র মামলার আসামি গ্রেফতার

0

 কক্সবাজার প্রতিনিধি।   কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও থেকেআমান উল্লাহ নামের ডাকাতি ও অস্ত্র মামলার আসামি গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের সাতজুলা কাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ইসলামাবাদ সাতজুলাকাটা এলাকার মৃত জাফর আলমের ছেলে। জানা যায়, ঈদগাঁও থানা অফিসার ইনচার্জ আব্দুল হালিমের নির্দেশে এস আই রেজাউল করিমের নেতৃত্বে একটি পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বর্নিত এলাকার পার্শ্ববর্তী তার শ্বশুরবাড়ী থেকে ডাকাত আমান উল্লাহকে গ্রেফতার করা হয়। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত আমান উল্লাহর বিরুদ্ধে অস্ত্র ,ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে ।সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল ।

Share.

Leave A Reply