বেসরকারি উন্নয়ন সংগঠন ইপসা’র (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হলো বৃহস্পতিবার (২০ মে)। ‘দারিদ্র্যমুক্ত সমাজে প্রত্যেকের মৌলিক চাহিদা ও অধিকার নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে নানান কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো প্রতিষ্ঠাবার্ষিকীর দিবসটি।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশগ্রহণ করেন সংগঠনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। এতে প্রধান অতিথি ছিলেন ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইপসা সাধারণ কমিটির সদস্য ড. শামসুর নাহার লোপা, পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী, পরিচালক (সামাজিক উন্নয়ন) মোর্শেদ চৌধুরী, উপপরিচালক নাছিম বানু, উপ-পরিচালক মো. শাহজাহান, সহকারী পরিচালক শহীদুল ইসলাম, প্রকল্প সমন্বয়ক মোহাম্মদ আলী শাহিন, সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. ওমর শাহেদ হিরো, ইপসা ইয়ুথ ফোকাল আবদুস সবুর প্রমূখ। #