একসঙ্গেই বসন্ত-ভালোবাসা, চট্টগ্রামে ফুলের দোকানে মানুষের ভিড়

0

মানুষের সব আবেগ, অনুরাগ, শ্রদ্ধা আর ভালোবাসার বহিঃপ্রকাশের বড় মাধ্যম ফুল। একদিকে বসন্ত অন্যদিকে বিশ্ব ভালোবাসা দিবস। এ দুটি দিবসকে রাঙাতে মানুষের কতই না আয়োজন! রবিবার (১৪ ফেব্রুয়ারি) একইসঙ্গে ঋতুরাজ বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর ফয়স লেক, সিআরবি, ডিসি হিল পার্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চারাকলা ইনস্টিটিউট, রেলওয়ে চত্ত্বর সেজেছে নতুন সাজে। তবে এবার এ দুটি দিবসকে রাঙাতে করোনাকালেই মানুষ ভিড় করেছে ফুলের দোকানগুলোতে। চট্টগ্রামের চেরাগী পাহাড়ের ফুলের দোকানগুলোতে আজ সব বয়সী মানুষের ভিড় চোখে পড়ার মতো। […]

Share.

Leave A Reply