এস এম শফিউল্লাহ চট্টগ্রামের নতুন পুলিশ সুপার

0
চট্টগ্রাম জেলা পুলিশে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম শফিউল্লাহ। এর আগে তিনি গাজীপুরের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। 
বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এস এম শফিউল্লাহ ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ সার্ভিসে যোগ দেয়া। তিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
Share.

Leave A Reply