ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ৫ লোক নিহত

0

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও পাঁচ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।শনিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় ওমানের দুকুমে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মো. ওমর ফারুক, মো. মিনহাজ, মামুন, মিলাদ ও রুবেল। সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ বলে জানা গেছে। এই ঘটনায় আরও থেকে পাঁচজন গুরুতর হয়েছেন।জানা গেছে, আরব সাগরে মাছ ধরে বাসায় ফেরার পথে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ১০ জন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের দুকুমের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।

Share.

Leave A Reply