নগরে টিকাদানে প্রস্তুতি : টিকাদানে চট্টগ্রাম সিটিকর্পোরেশন এলাকার সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এরইমধ্যে প্রাথমিকভাবে টিকাদান কেন্দ্র চূড়ান্ত করেছে চসিক করোনা ভ্যাকসিন প্রদান কমিটি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী- নগরের ১৫টি কেন্দ্রে করোনার টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। আর এসব কেন্দ্রে প্রথমে ৪২টি টিম টিকাদানে নিয়োজিত থাকার কথা জানালেও আরো ২৩টি টিমকে টিকাদানে যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। ১৫টি কেন্দ্রে সবমিলিয়ে ৬৫টি টিম টিকাদানে নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।
টিকাদানে ১৫ কেন্দ্র : চট্টগ্রাম মহানগরে করোনার টিকাদানে নির্ধারণ করা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- ১. চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ২. চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ৩. চট্টগ্রাম সেনানিবাস হাসপাতাল ৪. চট্টগ্রাম পুলিশ হাসপাতাল ৫. সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল ৬. চট্টগ্রাম নৌ-বাহিনী হাসপাতাল ৭. চট্টগ্রাম বিমান বাহিনী হাসপাতাল ৮. চট্টগ্রাম বন্দর হাসপাতাল ৯. চসিক বন্দরটিলা হাসপাতাল ১০. চসিক মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল ১১. চসিক ছাপা মোতালেব মাতৃসদন হাসপাতাল ১২. ইউএসটিসি হাসপাতাল ১৩. সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল ১৪. মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল এবং ১৫. মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল। মহানগরের এই ১৫টি কেন্দ্রে করোনার টিকাদান কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
টিকাদানে বাড়লো টিম : করোনার টিকাদানে মহানগরের কেন্দ্রগুলোতে প্রথমে ৪২টি টিম নিয়োজিত থাকার কথা জানালেও এ সংক্রান্ত টিমের সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে চসিক করোনা ভ্যাকসিন প্রদান কমিটি। এ তথ্য নিশ্চিত করে কমিটির সদস্য সচিব ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী আজাদীকে বলেন- টিকাদানে অতিরিক্ত ২৩টি টিম গঠন করা হয়েছে। অতিরিক্ত ২৩টিসহ মোট ৬৫টি টিম কেন্দ্রগুলোতে টিকাদানে নিয়োজিত থাকবে।
টিকাদানকারী হিসেবে ২ জন মিড ওয়াইফ, স্টাফ নার্স বা সিনিয়র স্টাফ নার্স এবং ৪ জন স্বেচ্ছা সেবকের সমন্বয়ে প্রতিটি টিমে মোট ৬ জন সদস্য থাকবেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে ১০টি করে টিম টিকাদানে নিয়োজিত থাকবে। এ দুটি কেন্দ্রে প্রথম দফায় ৪টি করে টিম নির্ধারণ করা হয়। চট্টগ্রাম সেনানিবাস হাসপাতালে আগের নির্ধারিত ৪টি টিম অপরিবর্তিত রাখা হয়েছে। আগের নির্ধারিত ৮টি টিম নিয়োজিত থাকবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। চট্টগ্রাম পুলিশ হাসপাতাল ও চট্টগ্রাম বন্দর হাসপাতালে ১টি করে টিম কাজ করবে।
এর বাইরে নির্ধারিত কেন্দ্রগুলোর মধ্যে মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে ৩টি টিম কাজ করবে। আর চট্টগ্রাম নৌ-বাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বিমান বাহিনী হাসপাতাল, ইউএসটিসি হাসপাতাল, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে ২টি করে টিম নিয়োজিত থাকবে। এছাড়া চসিক মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, চসিক বন্দরটিলা মাতৃসদন হাসপাতাল ও চসিক ছাপা মোতালেব মাতৃসদন হাসপাতাল কেন্দ্রে ৬টি করে টিম টিকাদানে নিয়োজিত থাকবে।
টিমগুলোকে টিকাদানের জন্য এরই মধ্যে প্রশিক্ষণ প্রদানের প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে ডা. সেলিম আকতার চৌধুরী আজাদীকে বলেন- কয়েকদিনের মধ্যেই এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে এ সপ্তাহের মধ্যেই সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
উপজেলা পর্যায়ে টিকাদান : উপজেলায় প্রাথমিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙগুলোতে করোনার টিকা দেয়া হবে বলে স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙগুলোতে ২টি করে টিম টিকাদানে নিয়োজিত থাকবে। টিকাদানে সংশ্লিষ্টদের নিয়ে শনিবার থেকে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আর ১ ফেব্রুয়ারি (আজ) থেকে উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
করোনার টিকা চট্টগ্রামে
0
Share.