কর্ণফুলীতে দূর্ধর্ষ ছিনতাইকারী আটক

0
সিএমপি কর্ণফুলী থানা পুলিশের অভিযানে এক দূর্ধর্ষ ছিনতাইকারী আটক হয়েছেন। গতরাত (মঙ্গলবার) সাড়ে ১১টার সময় কর্ণফুলী থেকে তাকে তাড়া করে বাকলিয়া নতুন ফিশারিঘাট সংলগ্ন এলাকায় গিয়ে আটক করা হয়।

আটক ছিনতাইকারী মো. আরিফ হোসেন (২৮) কর্ণফুলী উপজেলার শিকলবাহা (২নং ওয়ার্ড) মেম্বার গোষ্ঠির
মো. আলি হোসেনের ছেলে বলে জানা যায়।

থানা সূত্রে জানা যায়, কর্ণফুলী থানার এসআই শিমুল চন্দ্র দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে চার মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মো. আরিফকে বাকলিয়ার ফিশারিঘাট এলাকা থেকে আটক করা হয়।

সে একজন ছিনতাইকারী গ্যাংয়ের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় ডাকাতের প্রস্তুতি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। বেশ কিছুদিন আগেও তার নেতৃত্বে অপর ছিনতাইকারী দলের সদস্য হারুন, ইমরান, সাজ্জাদ, শাহাজাহান, ফরিদ, আকাশ ও মঞ্জু ছিনতাই করেছেন। এরা প্রায় সময় কর্ণফুলী, বাকলিয়া, কোতোয়ালি এই তিন এলাকায় দল বেঁধে সুযোগ বুঝে সাধারণ মানুষকে জিম্মি করে ছিনতাই করেন।

কর্ণফুলী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ মো. দুলাল মাহামুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আসামিকে সকালে আদালতে পাঠানো হবে।’

Share.

Leave A Reply