কর্ণফুলীতে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

0

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : মেয়াদোত্তীর্ণ পণ্য এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির অভিযোগে চট্টগ্রামে কর্ণফুলীতে দুটি দোকানকে জরিমানা করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার বড়উঠান শাহমীরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা।

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় মেসার্স আজগর স্টোর নামের একটি দোকানকে ৪ হাজার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি করায় একটি চায়ের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বড়উঠান শাহমীরপুর এলাকায় মাস্ক না পড়ায় ৬ ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ইউএনও অফিসের সিএ দীপু চাকমা ও কর্ণফুলী থানা পুলিশের এএসআই সিরাজুল ইসলাম সহযোগিতা করেন।

Share.

Leave A Reply