নূর হোসেন মামুন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলা তথ্য অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক ১০টি বিশেষ ব্র্যাল্ডিং বিষয়ে প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ই নভেম্বর) বিকালে শীলছড়ি মাঠ প্রাঙ্গনে শতাধিক মহিলার উপস্থিতিতে সচেতনতামূলক এ অনুষ্ঠান সম্পন্ন হয়। কাপ্তাই উপজেলা সহকারি তথ্য কর্মকর্তা মো. হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
এর আগে ভিডিও কনভারসেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন গণযোগযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার) মো. আবু তৈয়ব। কাপ্তাই তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন, কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন। উপস্থিত ছিলেন, ওয়াগ্গা ইউপি সদস্য মো. মাহাবুব আলম, উপজেলা কৃষকলীগ নেতা সরোয়ার হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুনসহ আরও অনেকে। ফটো ক্যাপশনঃ কাপ্তাই তথ্য অফিসের মহিলা সমাবেশে বক্তব্য রাখছেন ইউএনও মুনতাসির জাহান।