কাপড়ের ব্যাগে ১০ কেজি গাঁজাসহ নারী আটক

0

কক্সবাজার সংবাদদাতা

: চট্টগ্রাম-কক্সবাজার সড়কের রামুর র‌্যাবের চেকপোস্টে ১০ কেজি গাঁজাসহ সৈয়দা বেগম (৩০) নামের এক নারী আটক হয়েছে। আটক নারী কক্সবাজাররের কলাতলী ঝরজরিপাড়াস্থ আবুল কাশেমের স্ত্রী। শনিবার (২১ নভেম্বর) সকালে র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মো. শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান । তথ্য মতে, শুক্রবার (২০ নভেম্বর) রাতে সংবাদ পেয়ে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের রামুস্থ রশিদ নগরের পানিরছড়া এলাকায় র‌্যাবের অস্থায়ী চেকপোস্টে বাস যাত্রী এক নারীর ব্যাগ তল্লাশী করা হয়। তল্লাশীতে তার কাপড়ের ব্যাগ থেকে একটি বড় গাঁজার পুটলি পাওয়া যায়। ওজন দিয়ে দেখা যায় পুটলিতে রয়েছে ১০ কেজি গাঁজা। আটক সৈয়দা বেগমকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে শনিবার সকালে।

Share.

Leave A Reply