স্টাফ করেসপন্ডেন্ট |চট্টগ্রাম: মীরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) খন্দকার বাবুল ইসলাম জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় ওই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল দুটিই চট্টগ্রামমুখি ছিল। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃতের নাম জানা গেছে তবে ঠিকানা জানতে খোঁজখবর নিচ্ছে পুলিশ।