গয়াল শাবকের জন্ম চট্টগ্রাম চিড়িয়াখানায়

0
সিনিয়র করেসপন্ডেন্ট |
নগরের ফয়’স লেকের চট্টগ্রাম চিড়িয়াখানায় গয়াল শাবকের জন্ম হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টায় শাবকটির জন্ম হয়।চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, নতুন শাবকটি স্ত্রী লিঙ্গের। গতবছর একটি পুরুষ গয়াল শাবকের জন্ম হয়েছিল। এ নিয়ে চিড়িয়াখানায় গয়ালের সংখ্যা দাঁড়ালো চারটি। নতুন শাবকটি সুস্থ আছে।  সূত্র জানায়, গয়াল হচ্ছে বনগরু। একসময় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে প্রচুর পাওয়া যেত। এখন গহিন অরণ্যে মাঝেমধ্যে ধরা পড়ে। রাঙ্গুনিয়ায় গয়ালের একটি খামার আছে।

Share.

Leave A Reply