রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী ও একই ইউনিয়নের ইউপি সদস্য সেকান্দর চৌধুরী ঘোড়া ও ঘোড়ার গাড়িতে চড়ে দায়িত্ব নিতে আসেন। বৃহষ্পতিবার (২৭ জানুয়ারি) সকালে ইসলামপুর ইউনিয়ন পরিষদে ব্যান্ড পার্টি বাজিয়ে মিছিল নিয়ে পরিষদে হাজির হন। এই আয়োজনের পুরো ভিডিওটি ফেসবুক লাইভে প্রচার করা হয়। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ঘোড়ার গাড়ি চড়ে ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী মিছিল নিয়ে আসছেন। সামনে ব্যান্ড পার্টির লোকজন বাজাচ্ছেন। আশেপাশে মিছিলে অংশ নেয়া প্রচুর লোকজন দেখা যাচ্ছে। ফেসবুক লাইভে প্রচার করা অন্য একটি ভিডিওতে দেখা যায়, মিছিল নিয়ে ঘোড়ায় চড়ে ইউনিয়ন পরিষদে যাচ্ছেন ইউপি সদস্য সেকান্দর চৌধুরী
বক্তব্য নিতে ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী ও ইউপি সদস্য সেকান্দর চৌধুরীর সাথে একাধিকবার যোগাযোগ করেও তাঁদের মোবাইলে সংযোগ পাওয়া যায়নি। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব
ঘোড়ায় চড়ে দায়িত্ব নিতে এলেন এক ইউপি চেয়ারম্যান ও মেম্বার
0
Share.