চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে ৩ ভাই-বোনের মৃত্যু

0

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা ; কক্সবাজারের চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১ টায় হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবানঘাটা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. জিহাদ (১১), তার দুই বোন ফৌজিয়া জন্নাত মিম (৯) ও আফিয়া জন্নাত মিতু (৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে জাকের হোসেন মিস্ত্রির ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছাড়িয়ে পড়ে। এতে বয়স্করা ঘর থেকে বের হয়ে যেতে পারলেও অগ্নিদগ্ধ হয়ে মারা যায় জাকের হোসেনের ২ মেয়ে ও এক শিশু সন্তান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা মর্মান্তিক ঘটনাটি জানানোর পর আমি ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি।

Share.

Leave A Reply