চকরিয়ায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে নিহত এক, আহত এক

0

চকরিয়া প্রতিনিধি।

চকরিয়ায় চিরিঙ্গা ইউনিয়নে সদরঘোনা রাবারড্যাম এলাকায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যাক্তি মোহাম্মদ জাহেদ (২৬), এতে  ছোট ভাই মোহাম্মদ তৌহিদও (১৮) গুরুতর আহত হয়েছেন। 

আজ শনিবার (৫ জুন) সকাল ৬টায় চিরিঙ্গা  এই দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। আহত তৌহিদকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মীর কাশেম বলেন, ‌‘সকালে ট্রাক্টর নিয়ে দুই ভাইসহ চারজন জমি চাষ করতে যাচ্ছিল। বৃষ্টির কারণে রাস্তাটি পিচ্ছিল হওয়ায়  ট্রাক্টরটি উল্টে যায়।  চালক ও অপর একজন লাফ দিয়ে বেঁচে গেলেও জাহেদ ও তৌহিদ ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই জাহেদের মৃত্যু হয়।

এই ঘটনাটি  চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন নিশ্চিত করেন।

Share.

Leave A Reply