চকরিয়ায় সন্ত্রাসী হামলায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

0
কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের হামলায় পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক সোহেল রানা নিহত হয়েছেন।

নিহত সোহেল চকরিয়া পৌরসভার চার নাম্বার ওয়ার্ডের মোহাম্মদ রহিমের ছেলে।

রোববার (২৯ নভেম্বর) দিবাগত মধ্যরাতে হামলায় আহত সোহেলকে রাত দেড়টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অল্পদিন আগে বিয়ে করা সোহেলকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীর ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

চকরিয়া থানার ওসি (তদন্ত) আশফাক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share.

Leave A Reply