চট্টগ্রামে ইয়াবাসহ আটক ৮

0

নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার ২১০ পিস ইয়াবাসহ আটজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম।

শুক্রবার (২০ নভেম্বর) ডবলমুরিং, বন্দর, কোতোয়ালি ও পাচলাইশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রিফাত (২০), মোছাম্মৎ শাহিদা বেগম (৪২), মো. হাশিম (২৭), মো. আলাল খান (২৫), মো. সাজিদ আকন্দ (২৮), ছব্বির আহমেদ (২৫), ফাতেমা বেগম (৩০), মো. সাইফুল ইসলাম (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর ডবলমুরিং, বন্দর, কোতোয়ালি ও পাচলাইশ এলাকা থেকে ২৫ হাজার ২১০ পিস মোট ৮ জনেক গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Share.

Leave A Reply