চট্টগ্রামে গাড়ির ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

0

চট্টগ্রামের বন্দর থানাধীন দুমপাড়া লিংকরোড এলাকায় ডাম্পার গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছেন। তারা হলেন- নোয়াখালীর কোম্পানিগঞ্জের নূরনবী পারভেজের স্ত্রী মাহমুদা আক্তার অরিন (৩৫) ও তার মেয়ে জান্নাতুল মাওয়া আতিফা (৫)। আজ বুধবার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, ‘আজ বিকাল ৩টার দিকে লিংকরোড এলাকায় একটি ডাম্পার গাড়ি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মা-মেয়ে নিহত হন। এ সময় অটোরিক্সাতে থাকা আরও দুইজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Share.

Leave A Reply