চট্টগ্রামে তেল কম দেওয়ায় ২ ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

0
চট্টগ্রামে তেল কম দেওয়ার অপরাধে দুই ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি ফিলিং স্টেশন সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ আগস্ট) দুপুওে চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
তিনি জানান, বিএসটিআই ও সিএমপির সহায়তায় অভিযান চালানো হয়। অভিযানে আটটি ফিলিং স্টেশনের তেলের পাম্প পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আমিন জুট মিল ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার ডিজেলে ৩৮০ মিলিলিটার ও অকটেনের প্রতি ১০ লিটারে ৪৪০ মিলিলিটার কম পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে হাজী এ ওয়াজেদ অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ১৭০ মিলিলিটার কম পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট দুটি মামলায় এক লাখ টাকা আদায় করা হয়েছে। জনভোগান্তি রোধে এ অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। #
Share.

Leave A Reply