চট্টগ্রামে নতুন আরও ১৭২ জন করোনা রোগী শনাক্ত

0

স্টাফ রিপোর্টার ।

চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১২৯২ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৭২ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ১৪৪ জন এবং ভিবিন্ন উপজেলার ২৮ জন।চট্টগ্রামে ৬ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টগ্রাম নিউজকে এ তথ্য জানান।তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১৫ নমুনা পরীক্ষা করে ৪৪ জনের পজিটিভ। মহানগরে ২৪ জন, ২০ জন উপজেলার।চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৬৪৭ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৯ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ১৯ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ৩৬৪ টি নমুনা পরীক্ষায় ৫২ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৪৮ টি, উপজেলায় ৪ টি।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৪ নমুনা পরীক্ষায় ২৭ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ২৪ জন, ভিবিন্ন উপজেলার ৩ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪০ নমুনা পরীক্ষায় ২০ জন পজিটিভ, নগরে ১৯ জন, উপজেলায় ১ জন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩০ টি নমুনা পরীক্ষায় ১০ জনের পজিটিভ। মহানগরে ১০ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১২ টি নমুনা পরীক্ষায় কোন পজিটিভ নেই।

এ ছাড়া উপজেলায় বাঁশখালী ১ জন, বোয়ালখালী ১ জন, রাঙ্গুনিয়া ৬ জন, রাউজান ৫ জন, ফটিকছড়ি ৪ জন, হাটহাজারী ৯ জন, সদ্বীপ ২ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ২৪ হাজার ৭৭৬ জনে। এর মধ্যে মহানগরীতে ১৮ হাজার ৬০৪ জন, উপজেলায় ৬ হাজার ১৭২ জন।

Share.

Leave A Reply