চট্টগ্রামে নিখোঁজ লেগুনা চালকের লাশ উদ্ধার

0

চট্টগ্রামের হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের চন্দ্রা বিল থেকে নিখোঁজ লেগুনা চালক মো. নাজমুল (২২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়মৃত লেগুনা চালক মো. নাজমুল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মো. মঞ্জুরের পুত্র। সে চট্টগ্রামের সাগরিকা এলাকায় থাকতো। মদুনাঘাট পুলিশ ফাঁড়ির আইসি মো. জব্বারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‌গত কয়েকদিন আগে নগরীর সাগরিকা এলাকা থাকে একটি লেগুনাসহ নিখোঁজ হয়েছিল নাজমুল। পরে আজ দুপুরের দিকে শিকারপুর ইউনিয়ন এলাকার চন্দ্রা বিল থেকে ওই লেগুনা চালকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পাহাড়তলী থানা পুলিশের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি। তবে এর বাইরে বিস্তারিত কিছু জানাতে পারেননি মদুনাঘাট পুলিশ ফাঁড়ির আইসি মো. জব্বারুল ইসলাম । #

Share.

Leave A Reply