চট্টগ্রামে পৃথক সড়ক র্দূঘটনায় পিতা-পুত্রসহ তিনজন নিহত  

0
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারি ও সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়া এলাকায় পৃথক সড়ক র্দূঘটনায় পিতা-পুত্রসহ তিনজন নিহত  হয়েছে।
রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পাটানিকুল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে যাওয়ার পথে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস কক্সবাজারগামী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আরোহী পিতা সাইফুল ইসলাম (৩৮) ও তার ছেলে মোহাম্মদ জাবেদ (১২) নিহত হন । গুরুতর আহত হয়েছেন সাইফুল ইসলামের স্ত্রী ডলি আকতার (২৮)। নিহত সাইফুল ইসলাম লোহাগাড়া উপজেলার পূর্ব লোহাগাড়া হাজীরপাড়ার বাসিন্দা আবদুল বারেকের পুত্র।
দোহাজারী হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। আহত ডলি আকতারকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতরা চট্টগ্রাম নগরীর পূর্ব শহিদ নগর বায়েজিদ ৩নং ওয়ার্ড এলাকায় ভাড়া থাকতো বলে জানা যায়। তারা তিনজনই মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিল।
এদিকে সীতাকুণ্ড উপজেলাধীন বাঁশবাড়ীয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৩ ডিসেম্বর)  বেলা সাড়ে ১১টায় এর্দূঘটনা ঘটে। নিহতের নাম মো. আরাফাত (২৫)। তিনি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার সুবর্ণচর গ্রামের নুরুউদ্দিনের ছেলে।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নোয়াখালী নোয়াখালী থেকে আসা যুবক আরাফাত চট্টগ্রাম যাওয়ার পথে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে নিহত হন। তবে কোন গাড়িতে তিনি দুর্ঘটনাকবলিত হন তা আমরা নিশ্চিত হতে পারিনি। তার লাশ উদ্ধার করে পরিবারকে খবর দেয়া হয়েছে। #

বাসস/জিই/কেএস/১৫;৩০

Share.

Leave A Reply