চট্টগ্রামের রাউজানে এসিড দিয়ে ঝলসে দেয়ার ভয় দেখিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি উত্তম তালুকদারকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার উত্তম তালুকদার রাউজানের জামুয়াইন তালুকদারবাড়ির রনজিত তালুকদারের ছেলে।
বুধবার (২৬ জানুয়ারি) রাতে পাহাড়তলী থানার রেলওয়ে কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি জানান, ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর ৫ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে এসিড মারার হুমকি ও পরিবারের সদস্যদের হত্যার ভয় দেখিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করে উত্তম তালুকদার নামের একব্যক্তি। এ ঘটনায় ওই শিশুর ভাই বাদী হয়ে রাউজান থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলা ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেটভুক্ত হয় এবং মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থান্তর করা হয়। বিচারশেষে আসামি উত্তম তালুকদারকে দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়। একইসাথে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ ঘটনায় আসামি দীর্ঘ ৫ বছর যাবত বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলী থানার রেলওয়ে কলোনি এলাকায় অভিযানে চালিয়ে উত্তম তালুকদারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উত্তম তালুকদার ধর্ষণের কথা স্বীকার করেছে। গ্রেপ্তার উত্তমকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।