জেএমআই সিলিন্ডারস’ লিমিটেডের বার্ষিক সম্মিলন

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
গ্যাস সিলিন্ডার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেএমআই সিলিন্ডারস লিমিটেডের এর উদ্যোগে আনন্দ সম্মিলন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাই নেভিক্যাম্পে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, মোরগ লড়াই, বাস্কেট বলসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মাঝে এদিন পুরস্কার বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান, নাটিকাসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির হেড অব প্লান্ট সৈয়দ ফিরোজ আহমেদ। বক্তব্য দেন কোম্পানির ডিজিএম খন্দকার ইমামুল হক, ম্যানেজার মো. মামুনুর রশিদ শেখ, ডেপুটি ম্যানেজার ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম প্রমুখ। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা, হক্কানি এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী রহমত উল্লাহ শাহীন, পদ্মা ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী মহিউদ্দিন সুজন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নিয়েছে কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাসহ ৪ শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

Share.

Leave A Reply