হযরত সৈয়দ মাওলানা আজিজুর রহমান শাহ (রহ.) এর বার্ষিক বেছাল শরীফ ও ত্বরিকত ভিত্তিক অরাজনৈতিক সংগঠন দরবারে আজিজিয়া কেন্দ্রীয় কমিটির বার্ষিক কাউন্সিল শুক্রবার (১৭ জুন) রাতে রাউজান উপজেলার উরকিরচর মিরাপাড়া দরবার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন ও দরবারে আজিজিয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মাওলানা আবদুল্লাহ আল নোমান শাহ। মো. মোরশেদ মন্টু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ রাবার বাগান ও কাজু বাদাম এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ হারুন শেঠ। বক্তব্য রাখেন মো. আবু তাহের সওদাগর ,সাংবাদিক নুর মুহাম্মদ, মো. হারুনুর রশীদ, মৌলানা নঈম উদ্দীন আল কাদেরী, মো. এরশাদ, মো. জাহাঙ্গীর প্রমুখ। সভা শেষে দরবারের সাজ্জাদানশীন সৈয়দ আবদুল্লাহ আল নোমান শাহ’কে সভাপতি, মো. মোরশেদ মন্টুকে সাধারণ সম্পাদক ও মো. আজাদ শাহ’কে অর্থ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে মিলাদ মাহফিল, মুনাজাত ও তবরুক বিতরণ করা হয়।
দরবারে আজিজিয়া’র কেন্দ্রীয় কমিটি গঠিত
0
Share.