দোহাজারীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

0
স্টাফ করেসপন্ডেন্ট | দোহাজারীতে হানিফ পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।রোববার (১৩ ডিসেম্বর) দুপুর একটার দিকে দোহাজারীর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিক নিহত ওই দুইজনের নাম জানা যায়নি। এদের মধ্যে বাবার বয়স ৪০ ও ছেলের বয়স ১৩ বছর বলে জানিয়েছে পুলিশ।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছির আরাফাতবলেন, ওভারটেক করার সময় হানিফ পরিবহনের বাসের ভেতর মোটরসাইকেলটি ঢুকে যায়। এসময় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হন।

Share.

Leave A Reply